স্টাফ রিপোর্টার:

সকল করোনা রোগীর জন্য সরকারি উদ্যোগে চিকিৎসা নিশ্চত, স্কুল- কলেজ- বিশ্ববিদ্যালয়ে এক বছরের ফি মওকুফ ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে প্রগতিশীল ছাত্র জোট কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর জেলা শাখা শহরের শপথ চত্বর মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ করে গতকাল ২৮ জুন রবিবার।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক, রহিমা আক্তার কলি এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চাঁদপুর জেলা সংসদ সভাপতি প্রণব ঘোষ।
বক্তারা বলেন, করোনা কালে ভেঙে পড়েছে পুরো স্বাস্থ্যব্যবস্থা। সারাদেশে পর্যাপ্ত টেস্ট সেন্টার নেই, হাসপাতালে শয্যা সংকট, সরকারি উদ্যোগে পর্যাপ্ত চিকিৎসাসেবা নেই। এরমধ্যে এবছরের বাজেটেও স্বাস্থ্য খাতে পর্যাপ্ত বরাদ্দ দেয়া হলো না। মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে বেসরকারী চিকিৎসা প্রতিষ্ঠানগুলো নির্মমভাবে ব্যবসা করছে। এর মধ্যেই সরকারি আয়োজনে করা করোনা টেস্টে ফি নির্ধারনে পায়তারা চলছে, যা মরার উপর খাড়ার ঘা ছাড়া কিছুই নয়। যেখানে মহামারি মোকাবেলায় রাষ্ট্রের সমস্ত শ্রমজীবী মানুষের খাদ্য, চিকিৎসার দায়িত্ব নেয়ার কথা সেখানে মানুষের দুর্ভোগ নিয়ে সরকার ব্যবসার পরিকল্পনা করছে। অথচ এসকল অব্যস্থাপনা দায়িত্বহীনতার বিরুদ্ধে কোন প্রতিবাদ করলেই ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে মামলা করে হেনস্তা করা হচ্ছে সাধারণ মানুষকে । অসংখ্য প্রাইভেট স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে এমন সংকটকালীন সময়েও আদায় করা হচ্ছে বেতন-ফি। সারাদেশের এ জনদূর্ভোগে সরকার চূড়ান্ত দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে। সমাবেশ থেকে জোর দাবি জানো হয়, অন্যথায় ছাত্র -শিক্ষক – অভিভাবকসহ সাধারণ জনগনকে সাথে নিয়ে সকল স্বৈরাচারী -ফ্যাসিবাদী সিদ্ধান্তের বিরুদ্ধে প্রগতিশীল ছাত্র জোট তীব্র আন্দোলন গড়ে তুলবে।
সমাবেশ থেকে রংপুর জেলা শাখার শান্তিপূর্ণ কর্সূচীতে পুলিশী হামলা ও ১৫ জন নেতাকর্মী গ্রেফতারের তীব্র নিন্দা জানায়।