স্টাফ রিপোর্টার:
চাঁদপুর জেলা পুলিশ কভিড-১৯ করোনা মোকাবেলায় নিবেদিত প্রাণ কাজ করছে। এ উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় মাঠে সার্বক্ষিণিক কাজ করছে ১৩১টি টিম। আর এসব টিমে প্রায় একহাজার পুলিশ সদস্য নিরলস কাজ করে যাচ্ছে।
চাঁদপুর জেলা পুলিশ সুত্র জনায়, কোভিড-১৯ মোকাবেলায় জেলা পুলিশের মোট ১৩১ টি টিম কাজ করছে এবং সেখানে মোট জনবল হলো ৯১৭ জন।
এছাড়া আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য কাজ করছে প্রতি থানা থেকে চারটি টিম যেগুলোর মোট জনবল ২২৪ জন সুতরাং এই মুহূর্তে জেলার মোট ১২৪১ জন কোভিড ১৯ ও জেলার আইন-শৃংখলার দায়িত্বে নিয়োজিত রয়েছে চাঁদপুর জেলা পুলিশের সদস্য বৃন্দ।