স্টাফ রিপোর্টার:
চাঁদপুরের প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি (মতলব উত্তরের জামাই) করোনা থেকে মুক্তি পেয়েছেন। শনিবার প্রাপ্ত রিপোর্টে তার প্যাথলজি করোনা টেস্ট নেগেটিভ এসেছে।
চাঁদপুর সিভিল সার্জন ডাঃ শাখাওয়াত উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
আজকের সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, চাঁদপুরে আজ শনিবার রিপোর্ট এসেছে ১। ফলাফল নেগেটিভ। নমুনা সংগ্রহ করা হয়েছে ১৯। এ পর্যন্ত জেলায় মোট নমুনা সংগ্রহ ১৮৭ জনের। ফলাফল এসেছে ১শ’১০ জনের। ফলাফল অপেক্ষায় ৭৯।
১শ’ রিপোর্টের মধ্যে পজিটিভ ১০ (মৃত ব্যক্তিসহ)। বাকি ৯ জনের মধ্যে একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। তিনি জেলার প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি। মতলব উত্তরের জামাই।