
করোনা আমাদের ছাড়বে না। এর সাথেই পাশাপাশি আমাদের বসবাস করতে হবে। তবে সবাইকে সচেতন হতে হবে। আজকে সারাদেশে রেকর্ড ১১৯ জন মৃত্যুবরন করেছেন। যারা মারা গেছেন তারা কারো ভাই, কারো স্বামী, কারো স্ত্রী বা কারো সন্তান। যার আপনজন হারিয়ে যায় তারাই বুঝে হারানোর যন্ত্রণা। যা অন্য কেউ বুঝবে না।
মৃত্যু অবশ্যম্ভাবী তা আমাদের দুয়ারে আসবেই। পৃথিবীতে এমন কোন শক্তি নাই যারা মৃত্যুর সুধা নিবারণ করতে পারে।
আজকের যে করোনা মহামারীর ভয়াবহতা বুঝতে পারছে না, যদি বুঝতে পারতো তাহলে স্বাস্থবিধি মেনে চলতো। সুরক্ষা হিসেবে সামাজকি দূরত্বের পাশাপাশি নিয়মিত মাস্ক ব্যবহার করতো।
সবাই আইন-আদালত ও প্রশাসনকে সহযোগিতা করতো।
আপনি একবার ভাবুন; আপনার যদি কোন একটা কিছু হয়ে যায় তাহলে আপনার পরিবারের বাকি সদস্যদের কি হবে বা তারা কাকে সামনে রেখে জীবনে এগিয়ে যাবে।
এখনও সময় আছে নিজে সাবধান হোন দেশ না হোক অন্তত আপনার পরিবারটির কথা একটু চিন্তা করুন।
আপনাদের প্রতি উদাত্ত আহবান স্বাস্থ্যবিধি মনে চলুন, সাবধান হোন, আপনার সাবধানতায় আরেকটি পরিবার বেঁচে যাবে, ইনশাআল্লাহ। সাবধান হোন, সচেতন থাকুন আল্লাহ হাফিজ।
লেখক:
সদস্য চাঁদপুর জেলা আইনজীবী সমিতি ও রাজনৈতিক কর্মী।