বিল্লাল ঢালী:
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশনে চিকিৎধীন এক যুবক মারা গেছে। মঙ্গলবার সকাল ৭টা ৫৫ মিনিটে সে মারা যায়। তার বয়স আনুমানিক ৩৩ বছর। সোমবার গভীর রাত ৩টায় করোনার উপসর্গ নিয়ে ওই যুবক সদর হাসপাতালে আসলে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মোঃ হাবিবুল করিম জানান, সোমবার গভীর রাতে শ্বাসকষ্ট নিয়ে চাঁদপুর সদর হাসপাতালে আসে। রোগীর সাথে আসা লোকজন চিকিৎসককে জানায় এর দু’টি আগে রোগী জ্বরে আক্রান্ত ছিলেন। করোনার উপসর্গ থাকায় সন্দেহজনক রোগী হিসেবে রাতেই তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি কর হয়। সকাল ৭টা ৫৫ মিনিটের দিকে রোগী মারা যায়।
তিনি আরো জানান, করোনা টেস্টের জন্য মৃতের নমুনা সংগ্রহ করা হচ্ছে। মৃতদেহ এখনো হাসপাতালে রয়েছে। করোনার সন্দেহভাজন রোগী হিসেবে বিশেষ ব্যবস্থাপনায় তাকে দাফন করা হবে।
মারা যাওয়া যুবকের বাড়ি চাঁদপুর সদর উপজেলার হরিনা গ্রামে।