বিশাল দাস :
চাঁদপুর জেলায় আরো ৩জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তারা চাঁদপুর সদর হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু্বরণ করেন।
১৭জুন বুধবার রাতে ও ১৮জুন বৃহস্পতিবার সকালের মধ্যে এই মৃত্যুর ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা করোনা উপসর্গ নিয়ে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছিল।
মৃত ব্যক্তিরা হলেন : হাজীগঞ্জ উপজেলার সুশিল সাহা (৬০) ও চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট এলাকার লাভলী আক্তার (৩০) বুধবার রাতে ভর্তি হওয়ার কিছুক্ষনের মধ্যেই মারা যান। এছাড়া লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার উত্তর কেরোয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ হোসেন (৬০) বৃহস্পতিবার সকালে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান।