বিশেষ প্রতিনিধি:
করোনায় সম্মুখ যোদ্ধাদের প্রতি ব্যতিক্রমি শ্রদ্ধা নিবেদন করেছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। মঙ্গলবার তাঁর বাসভবনে একমিনিট করতালির মাধ্যমে এ শ্রদ্ধা জানানো হয়।ঠিক ৭টার সময় ১মিনিট ৩৯ সেকেন্ড ফেসবুেকে লাইভে থেকে এ ব্যতিক্রমী আয়োজন সবাইকে দেখার সুযোগ করে দেন শিক্ষামন্ত্রী।
ফেসবুক লাইভে ডাঃ দীপু মনিকে দেখা না গেলেও শোনা গেছে তাঁর ধারাভাষ্য।
লাইভে শিক্ষামন্ত্রী বলেন, করোনা যোদ্ধে যারা সম্মুখ যোদ্ধা। তাদের জন্যে ঠিক ৭টার সময় তারা কোনো এক ধরণের কর্মসূচি দিয়েছেন।এক মিনিট ধরে হাততালি বাজাবেন। আমার বাসায় আমরা সবাই করোনা যোদ্ধাদের সম্মান জানিয়ে তালি বাজাচ্ছি। সবাই একসাথে।
এসময় তিনি লাইভে আরো বলেন, আমার এখানে নার্সরা আছে। আজকে বিশ্ব নার্স দিবস। তাদের প্রতি অনেক ভালোবাসা।
সাতটার সময় ওয়ানমিনিট। ওয়ানমিনিটফর দ্যা ডক্টর, দ্যা নার্সেস, যারা করোনার বিরুদ্ধে লড়াই করছে। সম্মুখে থেকে সকাল পুলিশ বাহিনীর সদস্য সকল বিজিবি সকল সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্যে ।
আমাদের পরিচ্ছন্নতা কর্মীরা আছে, হাসপাতালের যতো স্টাফ আছে প্রশাসনেরও যত মানুষ এ কাজ করছে মানুষকে সুস্থ রাখবার জন্যে তাদের সবার প্রতি আমাদের শ্রদ্ধা জানাই।
অনেক ধন্যবাদ সবাইকে।
প্রসঙ্গত, মাত্র একঘন্টায় ভিডিওটি প্রায় ১০হাজার ভিউ হয়েছে। শেয়ার হয়েছে প্রায় চারশ। আর লাইক পড়েছে তিন হাজারেরও বেশি।