বিনোদন ডেস্ক:
বলিউড ও ভারতের দক্ষিণের ‘বাহুবলী’খ্যাত অভিনেত্রী তামান্না ভাটিয়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।আক্রান্ত হওয়ার পর তাকে হায়দ্রাবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েক মাস আগে তার বাবা-মাও ভাইরাসটিতে আক্রান্ত হয়েছিলো।
ভারতীয় সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করে সংবাদ প্রকাশ করেছে।
সম্প্রতি একটি শুটিংয়ের কাজে হায়দ্রাবাদে গিয়েছেন তামান্না। সেখানে যাওয়ার পর তার করোনার উপসর্গ দেখা দেয়। এরপর তিনি চিকিৎসার জন্য সেখানকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন।
তামান্নার হাসপাতালে ভর্তি হওয়ার খবরটি ছড়িয়ে পড়লে, অভিনেত্রীর ভক্তরা সামাজিক মাধ্যমে তার দ্রুত সুস্থতা কামনা করে।
এর আগে গত আগস্টে তামান্নার বাবা ও মা একসঙ্গে করোনা ভাইরাসে আক্রান্ত হন। তখন বিষয়টি এই তারকা নিজেই সামাজিক মাধ্যমে জানান। তখন তামান্নাসহ তার পরিবারের অন্যান্যদের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত এবার শুটিং করতে গিয়ে আক্রান্ত হয়েছেন এই নায়িকা