স্টাফ রিপোর্টার :
চাঁদপুর সরকারি কলেজের সম্মুখ রাস্তায় (কুমিল্লা রোড) করোনার সংক্রমণের দ্বিতীয় ধাপ প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচী করা হয়েছে। ১৮ নভেম্বর বুধবার সকাল ৯টায় থেকে ১১টা পর্যন্ত এ জনসচেতনতামূলক কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীর শুভ উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ।
এসময় স্বাস্থ্য বিধি মেনে রাস্তায় অধ্যক্ষের নেতৃত্বে শিক্ষকবৃন্দ, কর্মচারীগণ, বিএনসিসি ক্যাডেটবৃন্দ ও রোভার স্কাউটসের সদস্যরা গণপরিবহনের যাত্রী, চালক এবং পথচারীদেরকে মাস্ক পরিধানে উৎসাহ করেন। রাস্তার দুই পার্শ্বে ব্যানার, প্ল্যাকার্ড ও ফেষ্টুন নিয়ে বিএনসিসি ক্যাডেটগণ ও রোভার স্কাউটস সদস্যরা রাস্তায় দাড়িয়ে এ কর্মসূচীতে পালন করেন।
এসময় পথচারী, গণপরিবহনের চালক ও যাত্রীদের মাঝে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয় এবং বিভিন্ন গণপরিবহনে সচেতনতামূলক স্টিকার লাগিয়ে দেয়া হয়। হেন্ড মাইকে জনগণকে সচেতন করার জন্য কোভিড-১৯ প্রতিরোধে বিভিন্ন ধরণের বক্তব্য প্রচার করা হয়।
অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ বলেন, ‘‘কোভিড-১৯ এর সংক্রমণের সম্ভাব্য দ্বিতীয় ধাপ মোকাবিলায় আমাদের সকলকে সচেতন হতে হবে। মাস্ক পরিধান ব্যতীত ঘর থেকে বের হওয়া যাবে না এবং অফিস আদালত সহ কোথায়য কোন প্রকার সেবা প্রদান করা যাবে না। আমাদের এই কার্যক্রম আগামিকাল থেকে সকল কর্মদিবসে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত যথারীতি চলতে থাকবে।’’
এ সময় ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোঃ ওয়াহিদুজ্জান, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোঃ দেলোয়ার হোসেন, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ও শিক্ষক পরিষদ সম্পাদক কিউ এম হাসান শাহরিয়ার, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক আলমগীর হোসেন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও শিক্ষক পরিষদ যুগ্ম-সম্পাদক মোঃ সাইদুজ্জামান, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জাকির হোসেন, গণিত বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শাহজাহান, প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক সেলিনা পারভীন, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ শাহজালাল, উদ্ভিববিদ্যা বিভাগের প্রভাষক মোঃ শেখ সাদী, ইতিহাস বিভাগের প্রভাষক সুমন মজুমদার, বিএনসিসি ক্যাডেটগণ, রোভার স্কাউটস সদস্যবৃন্দ এবং কলেজের কর্মচারীগণ উপস্থিত ছিলেন।