মেহেদী হাসান দিপু, ঢাকা:
গত ২৪ ঘন্টার তথ্য অনুযায়ী সারাদেশে এই পর্যন্ত মোট ১৫৯৪ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সর্বমোট মৃত্যু বরন করেছেন ৭ জন, বর্তমানে কোয়ারেন্টিনে আছেন প্রায় তিন হাজার পুলিশ সদস্য।
বিগত ২৪ ঘন্টায় সারা দেশের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশে আক্রান্তের সংখ্যা ৭৪৫। সারা দেশে কোয়ারেন্টিনে আছে ২৮৭০ জন পুলিশ সদস্য এবং আইসোলেশনে আছেন ১০৮৯ জন এবং মোট ১৪৭ জন পুলিশ সদস্য এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বলে গত ১০ মে (রবিবার) নিশ্চিত করা হয় পুলিশ সদর দফতর থেকে। এক প্রতিক্রিয়ায় পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের এআইজি সোহেল রানা জানান, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৭২ জন পুলিশ সদস্য।
খুব তাড়াতাড়ি তারা কাজে যোগদান করতে পারবেন। এআইজি সোহেল রানা বলেন, দেশের সার্বিক পরিস্থিতি ও জনসেবায় নিয়োজিত থাকা অবস্থায় পুলিশ সদস্যরা করোনায় আক্রান্ত হয়েছেন। পুলিশ সদস্যদের এমতাবস্থায় তাদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করাসহ যাবতীয় সহযোগিতায় পুলিশ প্রশাসন সর্বাত্মক সচেষ্ট থাকবে ।