
জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, করোনা ভাইরাস বিশ্ব ব্যবস্থাকেই বদলে দিচ্ছে। কিন্তু আওয়ামী লীগকে বদলাতে পারল না। রিলিফ চুরি, ভোট চুরি আওয়ামী লীগের পুরানো স্বভাব। রিলিফ বা ভোট চুরিতে বাধা দিলে খাটতে হবে জেল জুলুম নির্যাতন। এমনি এক ঘটনা ঘটে চাঁদপুর সদর উপজেলাধীন ৩নং কল্যাণপুর ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সাখাওয়াত হোসেন রনি পাটওয়ারী ত্রাণের ৩৫ বস্তা চাল চুরির প্রেক্ষিতে। গত ১৫/০৪/২০ তারিখে রাত ৮টায় এই চাল পাচারকালে ডাসাদী গাজীর হাট বাজারে তার পরিষদের ২ জন মেম্বার ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের হাতে ধরা পড়ে। অতঃপর প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ত্রাণ চুরির বিষয়ে কোনো ব্যবস্থা না নিয়ে চোরকে বাঁচানোর জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়ে কল্যাণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পদাক মোঃ সাইফুল আলম খানকে ১নং আওয়ামী করে এবং আওয়ামী লীগের ২জন মেম্বারকে আসামী করে চেয়ারম্যান রনি পাটওয়ারী বাদী হয়ে একটি মিথ্যা মামলা দায়ের করেন। এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক। বিবৃতিতে শেখ ফরিদ আহমেদ মানিক আরো উল্লেখ করেন, এই করোনাকালীন মহা সঙ্কটে ত্রাণ চুরি না করে অসহায় কর্মহীন হতদরিদ্রদের মাঝে সরকার যে ত্রাণ সামগ্রী বিতরণ করছে তা খুবই সামান্য। তার মধ্যে আবার চুরি হলে মানুষ যাবে কোথায়। তিনি বলেন, ত্রাণ চোরদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হোক এবং কল্যাণপুর ইউনিয়নের ত্রাণ চোর চেয়ারম্যানের দায়েরকৃত মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করা হোক।