স্টাফ রিপোর্টার:
করোনা ভাইরাস মোকাবেলায় ঈর্ষণীয় সব পদক্ষেপ গ্রহণ করেছে চাঁদপুর জেলা প্রশাসন। পুলিশ বিভাগের তৎপরতাও লক্ষণীয়। অবশ্য স্বাস্থ্য বিভাগের কর্মতৎপরতা কিছু হলেও কমে এসেছে। যার অন্যতম কারণ বর্তমানে পুরো চাঁদপুর জেলায় হোম কোয়ারেন্টাইনে আছে মাত্র ৮২জন। গত একসপ্তাহ আগে যা একহাজারেরও উপরে ছিলো। বাকীদের বিদেশ থেকে দেশে ফেরার অর্থাৎ বাড়িতে অবস্থান করার ১৪দিন অতিবাহিত হওয়ায় এখন আর তারা হোম কোয়ারেন্টাইনের আওতায় নেই।
চাঁদপুর জেলা প্রশাসনের ঈর্ষণীয় কার্যক্রমরে মধ্যে রয়েছে ‘সততা স্টোর’। এছাড়া করোনা ভাইরাস প্রতিরোধে চলামান সংকট উত্তরণে চাঁদপুরে হতদরিদ্র মানুষের জন্য বিনামূল্যে খাদ্য সহায়তাও চালু করেছে জেলা প্রশাসন। সামাজিক দূরত্ব বজায় রাখার মাধ্যমে এসব লোকজনের মাঝে দেয়া হচ্ছে চাল-আলুসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। এছাড়া হতদরিদ্র লোকজনকে অর্ধেক মূল্য ছাড়ে দেয়া হচ্ছে ঔষধ। চাঁদপুর জেলা প্রশাসনের সহযোগিতায় চাঁদপুর ডায়াবেটিক সমিতি ও চক্ষু হাসপাতালে অর্ধেক মূল্য ছাড়ে ঔষধ, সাবান, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার দেয়া হচ্ছে। পাশাপাশি বিনামূল্যে পাচ্ছে চাল ও আলু। শহরের ৪টি হোটেলে গরীব লোকজনদের বিনামূল্যে খাওয়ার ব্যবস্থা করেছে জেলা প্রশাসন।
চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাহমুদ জানান, চাঁদপুর জেলা প্রশাসনের সর্বশেষ তথ্য অনুযায়ী ৪শ ৩৪ মে.টন চাল এবং সাড়ে ১২লাখ টাকা সরকারের তরফ থেকে বরাদ্দ পাওয়া গেছে। যা দিকে জেলা হতদরিদ্রের মাঝে খাদ্য সহায়তাসহ মানুষের কল্যানে ব্যয় করা হচ্ছে।
চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান জানান, দেশের এই ক্রান্তিলগ্নে খেটে খাওয়া হতদরিদ্র লোকজনের জন্য প্রশাসনের পক্ষ থেকে বিনামূল্যে খাদ্য সহায়তা, ঔষধ প্রদান, নগদ অর্থ সহায়তা সহ সকল ধরনের সহায়তা করা হচ্ছে। করোনা ভাইরাস সংক্রমণরোধে হতদরিদ্র মানুষের জন্য জেলা প্রশাসনের এই কার্যক্রম অব্যাহত রাখবে। অপরদিকে চাঁদপুর জেলা পুলিশের সদস্যরা সার্বক্ষণিক মাঠে কাজ করছে। পাশাপাশি করোনা ভাইরাস সংক্রমণরোধে সচেতনতার পাশাপাশি অসহায় দরিদ্র মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে চাঁদপুর জেলা পুলিশ। সোমবার দুপুরে শহরের কোড়ালিয়া এলাকায় শতাধিক দুস্থ নারী-পুরুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। পুলিশ সুপার জানিয়েছেন, করোনা প্রতিরোধে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধিতে পুলিশ কাজ করে যাচ্ছে। পাশাপাশি মানবিক দিক বিবেচনায় হতদরিদ্র মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে।
আজ,
শনিবার , ১ এপ্রিল, ২০২৩ খ্রিষ্টাব্দ , ১৮ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
শিরোনাম:
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।