“ইকবাল আজিজ শাহীন ”

গরম জলে ঘর পুঁড়তে শুনেছো কি বন্ধু ?
কখনো কখনো হয় স্বজন ও !
আজ যারা শুধু নিজের সুখ খোঁজে
তারাই জ্বলে খাক হয় মেনে নিও।
আমাতে দেখেছ কত দোষ
পারলে দেখিও খোশ।
বিভেদ করে হবে কি
তুমি কি বল নন্দ গোপালে ঘি ?
অবলা ছেলে-পুলে না হয় কয়
তোমাতে এসব কি করে সয় !
রাজ্য ভালো চলুক
এই কর্ম কি তোমার নয় ?
অনেক তো পেলে
বিবেক তোমার কি কথা কয় ?
এবার দাও না কিছু –
আর কত চাও বল ?
কম পেলে কিসে !
মরও এতো বিষে ?