মোঃ সবুজ হোসাইন:
চাঁদপুরের হাইমচরে একটি বিয়ে বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এসময় কনের বাবাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ঘটনাটি ঘটে হাইমচর উপজেলার নয়ানী গ্রামে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিগ্যান চাকমা।
যদিও ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে বরপক্ষের কোন লোকজন অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন না। এছাড়া পরিবারটি আর্থিকভাবে কিছুটা দুর্বল হওয়ায় স্বল্প পরিসরে বিয়ের কাজ সম্পন্ন করার অনুমতি দিলেও আনুষ্ঠানিকতা ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ভ্রাম্যমাণ আদালত। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট রিগ্যান চাকমা তাদেরকে স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সতর্ক করেন।
এছাড়াও উপজেলার সদর আলগী বাজার, জনতা বাজার, রায়ের বাজার, চৌধুরী বাজার, আনন্দ বাজারসহ বিভিন্ন স্থানে উপজেলা ও থানা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় অন্যান্য আরো ৭ টি মামলায় মোট ৭ হাজার ৯ শ টাকা জরিমানা আদায় করা হয়।
হাইমচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিগ্যান চাকমা বলেন, পরিবারটির আর্থিক অবস্থার কথা চিন্তা করে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এবং কোন লোক সমাগম যাতে না হয় সেজন্য সতর্ক করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী অফিসার কেপ্টেন ফয়সাল, থানা অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান মোল্লাসহ অন্যরা।