এস.এম শরীফুল ইসলাম, কচুয়া:

কচুয়া উপজেলার ১৫নং বাইছারা সপ্রাবিতে ২শ শিক্ষার্থীকে স্কুল ড্রেস ও ব্যাগ দিবেন কুয়েত ইউনাইটেড জেনারেল সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শরিফুল ইসলাম সরকার। স্কুলের কার্যক্রম শুরু হওয়ার পরপরই শিক্ষার্থী দের হাতে পৌঁছে দেয়া হবে স্কুল ব্যাগ ও ড্রেস।
এ প্রসঙ্গে মোঃ শরিফুল ইসলাম সরকার বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার এই মহামারী করোনার মধ্যে ছাত্র-ছাত্রীদের উপবৃত্তির টাকার সাথে স্কুল ড্রেস ও ব্যাগ এর যে টাকা টা দিয়েছেন তারা যেন সেই টাকা তাদের নিজেদের প্রয়োজনে খরচ করেন।
তিনি আরো বলেন, কচুয়া উপজেলা চেয়ারম্যান জনাব শাহজান শিশির ভাইয়ের মাধ্যমে তিনি কোমল মতি ছাত্র ছাত্রীদের হাতে স্কুল ড্রেস ও ব্যাগ তুলে দেবেন।
বিদ্যালয়ে গিয়ে গরিব অসহায় ছাত্র-ছাত্রীদের নাম লিস্ট করে আনার জন্য তিনি মোঃ মোশারফ হোসেন সরকার, মোঃ সোলাইমান সরকার এবং মোঃ মেহেদি হাসান সরকারকে পরামর্শ দিয়েছেন।
সবশেষে সবার সুস্বাস্থ্য কামনা এবং এই করোনাকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাছিনা (সরকারের) বিধিনিষেধ মেনে চলতে অনুরোধ করেন শরিফুল ইসলাম। সরকার।