কচুয়া প্রতিনিধি:
আসন্ন কচুয়া পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করলেন কচুয়া পৌর আওয়ামীলীগের সভাপতি আক্তার হোসেন সোহেল ভূঁইয়া। গত বুধবার বাংলাদেশ আওয়ামীলীগের প্রধান কার্যলয়ে ধানমন্ডিতে এই দলীয় ফরম সংগ্রহ করেন। এসময় আক্তার হোসেন সোহেল ভূইয়ার সাথে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আক্তার হোসেন সোহেল ভুঁইয়া দীর্ঘদিন পৌর এলাকার মানুষের সুখে দুখে পাশে ছিলেন। এবং বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করেন।
আক্তার হোসেন সোহেল ভূঁইয়া দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে কচুয়া পৌরবাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন।
প্রসঙ্গত, নির্বাচন ফরিদগঞ্জ পৌরসভার মেয়র পদ ব্যতিত ০৯টি সাধারণ ওয়ার্ড (পুরুষ) ও ৩টি সংরক্ষিত নারী ওয়ার্ড রয়েছে। আগামী ১৭ জানুয়ারী রবিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ১৯ জানুয়ারী মঙ্গলবার যাচাই-বাছাই, ২৬ জানুয়ারী মঙ্গলবার মনোনয়ন প্রত্যাহারের শেষদিন। ১৪ ফেব্রুয়ারী রবিবার ভোট গ্রহণ