মোঃ রাসেল, কচুয়া:
কচুয়ায় করোনা পরিস্থিতি মোকাবেলায় হত দরিদ্র ও করোনা মহামারীতে খেটে খাওয়া ঘরবন্দি মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে কচুয়া কণ্ঠ ফাউন্ডেশন।
আজ ৯রা এপ্রিল বেলা ১২টায় মনোহরপুর দলিরপাড় জামে মসজিদের সামনে,কচুয়া কন্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে গ্রামের মোট ১২০জন পরিবারের মাঝে চাউল, , ডাল, তৈল, পেঁয়াজ, আলু, সাবান, ত্রাণ সামগ্রী বিতরণ করেন কচুয়া কণ্ঠের সম্পাদক ও প্রকাশক মোঃ হাবিব উল্ল্যাহ হাবিব।
এসময় তিন বলেন, কচুয়ায় কোন পরিবার না খেয়ে থাকবে না। ইনশাআল্লাহ। করোনা পরিস্থিতিতে নিম্ন আয়ের ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের সাহায্যে সবাই এগিয়ে আসেন। আপনারাও সরকারের গৃহীত সকল কর্মসূচীর পাশাপাশি আপনাদের সাধ্যমত আপনার আশে পাশের লোকদের সহযোগীতা করুন। আমার এই ধারাবাহিকতা অব্যহত থাকবে।
এ সময় সামাজিক দূরুত্ব বজায় রেখে উপস্থিত ছিলেন, কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ওয়ালী উল্লাহ (অলি), কচুয়া প্রেসক্লাবের সভাপতি রাকিবুল হাসান, কচুয়া কন্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক আতাউল করিররর, কচুয়া কন্ঠের ব্যবস্হাপনা সম্পাদক আবুল কালাম আজাদদ,ইউপি সদস্য, জাকির হোসেন,আলোর মশালের সভাপতি সায়েম মৃধাসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, একমাসে কচুয়া কন্ঠ ফাউন্ডেশনের তৃতীয় প্রয়াশ এটি।