এস.এম শরীফুল ইসলাম:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে চাঁদপুর কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশিরের পিতা মোঃ সায়েদ আলী (৭৫) এর মৃত্যু হয়েছে।
সোমবার (১১ মে) সকল ১১ঃ৩০ মিনিটে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছেন পরিবারের পক্ষ থেকে।
তিনি গত ৩০ এপ্রিল (বৃহস্পতিবার) করোনাভাইরাস আক্রান্ত হয়েছিলেন এবং হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
শাহজাহান শিশিরের পিতৃবিয়োগে চাঁদপুর-১ (কচুয়া) আসনের সাংসদ সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি ও ৩নং বিতারা ইউনিয়ন ছাত্রলীগ এর সভাপতি মিঞা মোঃ সোহেল শোক প্রকাশ করেছেন।
এছাড়া উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সকল সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়।