আতাউল করিম:
কচুয়ায় মাহবুব আলম (৩২) নামে এক প্রবাসী যুবক ৩ দিন ধরে নিখোজ রয়েছে বলে জানা গেছে। তিনি উপজেলার ৮নং কাদলা ইউনিয়নের কাপিলা বাড়ি গ্রামের মুন্সি বাড়ির মৃত আনোয়ার হোসেনের ছেলে। এ ঘটনায় তার পরিবারের সদস্য মাজেদা বেগম গত বৃহস্পতিবার (১০মার্চ) কচুয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। জিডি নং- ৪৮৮, তাং-১০/৩/২০২২ ইং।
জিডি ও পারিবারিক সুত্রে জানা গেছে, গত ৮ মার্চ নিখোঁজ মাহবুব আলম পারিবারিক ভাবে একই ইউনিয়নের কাদলা হোনার বাড়ির খোরশেদ আলম খন্দকারের মেয়ে মাহবুবা আক্তার রিয়াকে বিয়ে করেন। বিয়ের পরদিন ৯ মার্চ রাত ১১টায় মাহবুব তার নিজ ঘরে (কাপিলা বাড়ি) মোবাইল ফোনটি চার্জে দিয়ে নববিবাহিত স্ত্রী ও পরিবারের কোন সদস্যকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর তিনি আর ঘরে ফেরেননি। পরদিন ১০ মার্চ মাহবুবের বোন মাজেদা বেগম কচুয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেন।
মাহবুবের স্ত্রী মাহবুবা আক্তার জানান, ওইদিন রাতে খাওয়া দাওয়া শেষে আমার স্বামী সবার সঙ্গে কথা শেষে রাত ১১টার দিকে ঘর থেকে বের হয়ে যায়। তার দেরী দেখে আমার ভয় হচ্ছিল। পরে আমি আমার ভাসুরের ঘরের খালি একটি কক্ষে গিয়ে ঘুমিয়ে পড়ি। রাত প্রায় দেড়টার দিকে আমি প্রাকৃতিক ডাকে সাড়া দিতে ঘুম থেকে উঠি। ততক্ষনেও আমার স্বামী ঘরে ফিরেনি। এরই মধ্যে পরিবারের অন্যান্য সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে দেন। কিন্তু কোথাও না পেয়ে পরের দিন আমার সম্মতিক্রমে আমার ননদ মাজেদা বেগম কচুয়া থানায় জিডি করেন।
স্থানীয় এক দোকানদার জানান, আমি দোকান বন্ধের সময় দেখি আমার দোকানের পাশ দিয়ে দ্রæত হেঁটে যাচ্ছে মাহবুব। আমি তাকে কোথায় যাও বলে দুবার ডাক দিলেও সে কোন কথা বলেনি। আমি ভেবেছি বাড়িতে হয়তো কারো অসুখ-বিসুখ, ওষুধের জন্য দ্রæত হাটছে মাহবুব। তাই আমি আমার দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই।
এ বিষয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন জানান, নিখোঁজ ডায়েরীর সুত্রমতে বিভিন্ন স্থানে সোর্সরা কাজ করছে। যতদ্রুত সম্ভব পুলিশ তাকে খুঁজে বের করার চেষ্টা করবে।