কচুয়া সংবাদদাতা:
চলতি বোরো মৌসুমে বাংলাদেশ সরকারি কচুয়া উপজেলায় কৃষকের কাছ থেকে ১হাজার ৬শ’ ৮০ মেট্রিক টন ধান ক্রয় করবে বলে জানা গেছে।
আর এক্ষেত্রে প্রতি একজন কৃষক থেকে একটন করে ধান ক্রয় করা হয়েবে। প্রতি মন ধানের মূল্য পাবেন ১হাজার ৪০টাকা।
ইতোমধ্যে উপজেলার ৩৮টি ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের নাম নিবন্ধন শুরু করেছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সোফায়েল হোসেন এসব তথ্য নিশ্চিত করে জানান, ইতিমধ্যে কৃষকদের নাম নিবন্ধন শুরু হয়েছে। এ ক্ষেত্রে যাদের কৃষি কার্ড ব্যাংক অ্যাকাউন্ট আছে তারাই অগ্রাধিকার পাবে। পরবর্তীতে লটারীর মাধ্যমে বাছাই করে যাদের নাম উঠবে তাদের কাছ থেকে ধান ক্রয় করা হবে।
প্রসঙ্গত, চলতি মৌসুমে উপজেলায় ১২ হাজার ২শ’ ২০ হেক্টর জমিতে ধান আবাদ হয়েছে। যার উৎপাদন লক্ষ্যমাত্রা ৭৩ হাজার ৩শ ২০ মেট্রিক টন। এছাড়া নিবন্ধনকৃত কৃষকের সংখ্যা প্রায় ৬১ হাজার।