মোঃ রাছেল:
কচুয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজাসহ মোঃ মেরাজ দর্জি (২০) ও মোঃ সোহান কাজী (২৫) নামে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। গতকাল শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা-চাঁদপুর সড়কের কচুয়া উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের জগতপুর এলাকায় একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে গাঁজাসহ হাতেনাতে তাদেরকে আটক করা হয়।
আটককৃত মোঃ মেরাজ দর্জি মতলব উত্তর উপজেলার ফতেপুর ইউনিয়নের দিঘনীপাড় গ্রামের দর্জি বাড়ির মুসলিম দর্জির ছেলে। সে নারায়নগঞ্জের বন্দর থানার আবাসিক এলাকার বসবাস করে। অপর আসামী মোঃ সোহান কাজী একই জেলার বন্দর থানার একরামপুর কাজী বাড়ির মৃত শাহীন কাজির ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ দেলোয়ার হোসেন (রাজিব)-এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে কুমিল্লা-চাঁদপুর সড়কের কচুয়া উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের জগতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পুলিশ চেকপোস্ট বসানো হয়। এসময় চাঁদপুরগামী একটি সিএনজিতে তল্লাসি চালিয়ে ১২ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিউদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।