কচুয়া প্রতিনিধি
কচুয়ায় নেপালী রানী নামের একজন মহিলা নিখোঁজ হয়েছে। তার বয়স ৩৭ বছর। শুক্রবার সকাল থেকে তাকে খুঁজে পাচ্ছে না তার স্বজনরা। তিনি উপজেলার বাসাবাড়িয়া গ্রামের মৃত পপুল্লাহ সরকারের স্ত্রী। এ ব্যাপারে কচুয়া থানায় একটা জিডি করা হয়েছে। জিডি নং ৫৮০।
জানা গেছে, গত শুক্রবার সকাল সাড়ে ৮ টার সময় তিনি কচুয়া টাওয়ার হসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার (প্রা:) থেকে বাড়ির উদ্যেশ্যে রওনা হন। কিন্তুনেপালী রানী সময়মত বাড়িতে ফিরে না আসলে তার স্বজনরা চিন্তায় পগে যান। পরে অনেক খোঁজাখুঁজি করেও পরিবারের সদস্যরা তার কোর সন্ধান পায়নি। হারানোর সময় তার পরনে ছিল শাড়ি পড়া ছিল বলে তার স্বজনরা জানায়।
তাই কোন হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেলে নেপালী রানীর ছোট ভাই রবিন্দ্র সরকার এবং স্থানীয় ইউপি সদস্য মানিক মিয়ার (০১৯২৩৪৪৭২৭৭ ও ০১৯২৩৪৪৭২৭৭) সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।