কচুয়া সংবাদদাতা:
কচুয়ায় হযরত পাঁচ পীর (রঃ) সাহেব কেবলার ৬৪ তম ওরস মোবারক উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ২ টা থেকে সারারাত এ ওরস মোবারক কচুয়ার চাঁদপুর গ্রামের পাঁচ পীর সাহেবের দরগাহ ময়দান মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে প্রায় কয়েক হাজার ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন।
মাহফিলে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট্য শিক্ষানুরাগী চাঁদপুর এম এ খালেক মেমোরিয়াল হাই স্কুল এন্ড কলেজের গর্ভনিং বডির সভাপতি এম এম ফজলে কাদের মুকুল। প্রধান বক্তা হিসেবে মাহফিলে তাসরিফ পেশ করেন আলহাজ্ব মাওলানা মোশারফ হোসেন হেলালী। এছাড়াও মাহফিলে বিশেষ অতিথি হিসেবে ছিলেন কচুয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল খায়ের মজুমদার ৯ নং করাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান হাবিব জুয়েল ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নজরুল ইসলাম বাচ্চু। এছাড়াও মাহফিলে বক্তব্য রাখেন গাজী মোঃ তামিম বিল্লাহ আল কাদেরী, আলহাজ্ব মাওঃ সোলাইমান জালালী, শাহ সুফি সদর উদ্দিন আহমদ চিসতী, বরিশাল হযরত মাওলানা বেলায়েত হোসেন আল কাদেরী, হযরত মাওঃ রুহুল আমিন দরবেশ, মাওলানা সোহাগ হোসেন আলকাদেরী, ঢাকা।এছাড়াও মাহফিলে আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসির উদ্দিন প্রধান,জসিম উদ্দিন প্রধান ও হারুন প্রধান (খোকা)।