মোঃ রাছেল,কচুয়া প্রতিনিধি:

চাঁদপুরের কচুয়ায় স্বামী স্ত্রী ও দুই পুলিশ সদস্য সহ ৬ জনের করোনা শনাক্ত। শনিবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সালাহ উদ্দিন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
করোনা শনাক্তরা হচ্ছেন, একই পরিবারের সহকারি প্রাথমিক শিক্ষক জাহাঙ্গীর হোসেন(৪০) ও তার স্ত্রী সহকারি প্রাথমিক শিক্ষক সাবিনা ইয়াসমিন(৩৫), কচুয়া থানার পুলিশ সদস্য পটুয়াখালীর তৈয়ব আলী(৫০), পুলিশ সদস্য কুমিল্লার জাফর ইকবাল(২৫), উপজেলা পরিসংখ্যান অফিসের স্টাফ জয়নাল আবেদিন(৪৫), আশ্রাফপুর ইউনিয়ন কৃষি ব্যাংকের স্টাফ হোমাম হাওলাদার(৪৫)।
উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে করোনায় আক্রান্ত ৪ জনের বাড়ি লকডাউন করা সহ হোম কোয়ারেন্টিনের ব্যবস্থা করা হয় ও দুই পুলিশ সদস্যকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে রেখে চিকিৎসা ব্যবস্থা করেন।
উল্লেখ্য, আজ কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ৮জনের করোনা রিপোর্ট আসে। এর মধ্যে ৬ জনেরই করোনা পভেটিভ। এ পর্যন্ত কচুয়ায় করোনা উপসর্গে ৪ জনের মৃত্যু সহ ২৮ জনের পজেটিভ আসে।
এছাড়াও একইদিন উপজেলার কড়ইয়া ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের এনামুল হক মোল্লা(৮০) করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে ৪ মেয়ে, নাতী-নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। বাদ আছর উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের দাফন কমিটি তার লাশ সামাজিক দুরত্ব বজায় রেখে দাফন করেন।