কচুয়া প্রতিনিধি
চাঁদপুরের কচুয়ায় স্বামী পরিত্যাক্তা মুক্তা আক্তার (২১) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে। মঙ্গলবার রাত আটটার দিকে নিজ ঘরের আড়ার সাথে সে আত্মাহত্যা করেছে বলে পারিবারিক ভাবে জানা গেছে। মুক্তা
কচুয়া উপজেলার পালগিরি গ্রামের রাজবাড়ির ফরহাদ হোসেনের মেয়ে।
পারিবারিক ভাবে জানা যায়, মঙ্গলবার বিকেলে মুক্তাকে ঘরে রেখে তার বাবা ফরহাদ হোসেন বাড়ির বাহিরে যায়। এসময় ঘরে আর কেউ ছিলো না। রাত ৮টার দিকে ফরহাদ হোসেন ঘরে ফিরে এসে দেখে মেয়ে ঘরের আড়ার সাথে ঝুলে আছে। পরে কচুয়া থানায় খবর দিলে পুলিশের সদস্যরা এসে ঝুলন্ত অবস্থা থেকে মুক্তার মৃতদেহ নামায়। এঘটনায় থানায় নিয়ে অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। পরে লাশ ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়।
মামলার তদন্তকারী কচুয়া থানার কর্মকর্তা এসআই তাজুল ইসলাম জানান, ময়না তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত কিছু বলা যাবে না। রির্পোট পাওয়ার পর তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, মাতৃহীন মুক্তা আক্তার প্রায় একবছর পূর্বে তার স্বামীকে তালাক দিয়ে বাবার বাড়িতে থাকে।