কচুয়া সংবা্দদাতা:
কচুয়া পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূইয়ার নেতৃত্বে কৃষকের ধান কেটে দিলো। ০৪মে (সোমবার) সকাল থেকে বিকাল পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করে।
কচুয়ায় করোনাভাইরাসের প্রার্দুভাবে শ্রমিক সংকটে বিপাকে পড়া কৃষকের ৩০শতাংশ জমির পাকা ধান কেটে মাড়াই করে দেয়া হয়।
এসময় কচুয়া পৌর আওয়ামী লীগ ও দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সহযোগিতা করে।
এ সময় কৃষক খোরশেদ মোল্লার ৩০ শতাংশ জমির পাকা ধান কাটা ও মাড়াই করে দেওয়ার কাজে অংশগ্রহণ করেন, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী মো. শফিকুর রহমান মাষ্টার, যুবলীগ নেতা আবু সাইদ, ছাত্রলীগ নেতা ইমাম হোসাইন, রুবেল, রাব্বি, শাকিল ও মারুফসহ ২৫জন দলীয় নেতাকর্মী।