মোঃ রাছেল, কচুয়া প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়া উপজেলায় যানবাহনের চালকরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ উঠেছে। উপজেলা প্রশাসন কর্তৃক প্রধান সড়ক গুলোতে সিএনজির নির্ধারিত ভাড়া হচ্ছে- কচুয়া বাজার হতে হাজিগঞ্জ বাজার ৪০ টাকা , কচুয়া বাজার হতে সাচার বাজার ৪০ টাকা, কচুয়া বাজার হতে কালিয়াপাড়া ৪০ টাকা ও কচুয়া বাজার হতে রহিমানগর বাজার ২০ টাকা। এই নির্ধারিত ভাড়া উপেক্ষা করে ১০ থেকে ১৫ টাকা করে অতিরিক্ত ভাড়া নিচ্ছে। অর্থাৎ কচুয়া বাজার হতে হাজিগঞ্জ বাজার ৫০ টাকা, কচুয়া বাজার হতে সাচার বাজার ৫০ টাকা, কচুয়া বাজার হতে কালিয়াপাড়া ৬০ টাকা ও কচুয়া বাজার হতে রহিমানগর বাজার ৩০ টাকা ভাড়া নিয়ে থাকে।
এছাড়াও কচুয়া উপজেলার অভ্যন্তরিণ রাস্তাসমূহে ও বিভিন্ন যানবাহনের চালকরা স্থানীয় ভাবে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করে নেয়ারও ব্যাপক অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ জানান, অতিরিক্ত ভাড়া আদায়কারী চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।