মো. আতাউল করিম
কচুয়ায় ৫ বছরের এক শিশু ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে আবুল হাসানাত (৩৫) নামের এক যুবকের বিরুদ্ধে। গত ১৯ মার্চ রোববার বিকালে উপজেলার আশ্রাফপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ধর্ষণ চেষ্টার শিকার ওই শিশু চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়িতে অবস্থান করছে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে আবুল হাসানাতকে আসামি করে কচুয়া থানায় একটি অভিযোগ করেছেন। ঘটনার পর থেকে আবুল হাসানাত পলাতক রয়েছেন।
শিশুর মা জানান, তাঁর মেয়ে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণিতে পড়ে। ঘটনার দিন তার বাড়ির পশ্চিম পাশে অন্যান্য মেয়েদের সঙ্গে খেলা করছিল সে। এ সময় আবুল হোসেন প্রলোভন দিয়ে পাশের কলা বাগানে নিয়ে যায় তাকে এবং মেয়েকে ধর্ষণ করার চেষ্টা করে। পরে শিশুটি কান্না-কাটি ও চিৎকার করে বাড়ি এসে তার মাকে বিষয়টি জানায়। শিশুটির মা মেয়ের কাছ থেকে এ কথা শুনে তাকে ধরার জন্য ঘটনাস্থলে ছুটে গেলে আবুল হোসেন পালিয়ে যায়। একদিন পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করেন।
কচুয়া থানার ওসি ইব্রাহীম খলিল বলেন, শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে ওই শিশুর মা বাদী হয়ে একটি অভিযোগ করেছেন। এই অভিযোগের তদন্ত কর্মকর্তা (এসআই) মিন্টুকে দায়িত্ব দেয়া হয়েছে। অভিযুক্ত আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।