মো. রাসেল:
কচুয়া উপজেলা আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য ও ডুমুরিয়া শেখ স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি মঞ্জুর এলাহী মজুমদার আর বেঁচে নেই (ইন্নালি…. রাজিউন)। তিনি বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকার হৃদরোগ ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে মা, বাবা, স্ত্রী ও ১ ছেলে সহ বহুগুণগ্রাহী রেখে যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩২ বছর। বৃহস্পতিবার বাদ আসর গাউছিয়া ছোবহানিয়া আলিম মাদ্রাসা মাঠে জানাযা শেষে ডুমুরিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার জানাযায় উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির, কচুয়া পৌর মেয়র নামজুল আলম স্বপন, ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম সওদাগর, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু বকর মিয়াজী, সমাজসেবক আব্দুল ওয়াদুদ মজুমদার, আবু বকর উজ্জ্বল মজুমদার ও তার আত্মীয় স্বজনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। জানাযা অনুষ্ঠানে কচুয়া পৌর মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপন প্রিয়কর্মী মঞ্জুর এলাহী মজুমদারের অকাল মৃত্যুতে কাঁদলেন এবং সবাইকে কাঁদিয়েছেন। স্মৃতিচারণ করে মেয়র বলেন, মঞ্জুর খুব ভালো ছেলে ছিলো। দলের জন্যে নিবেদিত হয়ে কাজ করেছে। তার অকাল মৃত্যু মেনে নিতে কষ্ট হচ্ছে। তারপরেও যেহেতু মানুষ মরণশীল তাই প্রার্থনা করা ছাড়া আর কীবা করা থাকে। সে যে ভালো থাকে সে আশাই করি আল্লাহর দরবারে।