মাঈনউদ্দিন সবুজ, কচুয়া :
কচুয়া উপজেলা যুবলীগের উদ্যোগে জঙ্গী-মৌলবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে কচুয়া পৌরসভার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে পূনরায় পৌরসভা প্রাঙ্গণে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন- কচুয়া উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র নাজমুল আলম স্বপন, সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন, দপ্তর সম্পাদক মাঈনউদ্দিন আহমেদ সবুজ, কড়ইয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক তারেক শামস মিঠু, কাদলা ইউনিয়ন যুবলীগের আহবায়ক সফি উল্যাহ ও পৌর ছাত্রলীগের সভাপতি তানভীর আহমেদ দিপু প্রমুখ। বক্তারা বঙ্গবন্ধুর ভাষ্কর্য নিয়ে কোন প্রকার অপ-প্রচার বরদাস্ত করা হবেনা মর্মে হুশিয়ারি করে অপ-প্রচারকারীদেরকে অপ-প্রচার থেকে বিরত থাকার আহবান জানান।