মোঃ নাছির উদ্দিন

কচুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বাঙালির প্রাণের উৎসব, বাংলা নববর্ষ ‘পহেলা বৈশাখ’-১৪৩০ প্রতি বছরের ন্যায় এবারও নতুন বছরকে বরণ, মঙ্গল শোভাযাত্রা সম্পন্ন হয়েছে। শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহজাহান শিশির ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম, ভাইস চেয়ারম্যান মাহবুব আলম , এসিল্যান্ড- ইবনে আল জায়েদ হোসেন, উপজেলা প্রকৌশলী আব্দুল আলীম লিটন, পিআইও মোঃ রাকিবুল হাসান, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাহিদ ইসলাম , যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম, প্রাথমিক শিক্ষা অফিসার একেএম শাহরিয়ার রসুল,কচুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আলমগীর তালুকদার,সাধারন সম্পাদক সুজন পোদ্দার,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।