আতাউল করিম:
মহান বিজয় দিবসে কচুয়া উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে মুক্তযোদ্ধাদের সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার সকালে কচুয়া দক্ষিণ বাজার হাজী রুহুল আমিন মার্কেটে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও সংবর্ধনার আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পাটির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান জিএম কাদের এর উপদেষ্টা ও সাবেক এমপি অধ্যাপক ডা. শহিদুল ইসলাম।
কচুয়া উপজেলা জাতীয় পার্টির আহŸায়ক হাজী রুহুল আমিন এর সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাড. মাঈন উদ্দিন (মাইনু) এর উপস্থাপনায় সংবর্ধিত মুক্তিযোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আলহাজ্ব মোঃ জাবের মিয়া, বীর মুক্তিযোদ্ধা সাবেক সভাপতি দেওয়ান সিরাজুল ইসলাম, ডাঃ তাছাদ্দেক আলী মোহন, সালাহ উদ্দিন মানিক, ছায়েদ আলী।
এছাড়াও জাতীয় পাটির নেতা জয়নাল আবেদীনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।