মোঃ রাছেল কচুয়া প্রতিনিধি।
কচুয়া করোনা পরিস্থিতি মোকাবেলায় গরীব অসহায় দিনমুজুর মানুষের জন্য জরুরী ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছে এনজিও ‘বুরো বাংলাদেশ’।
সোমবার (৪মে) সকালে কচুয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে সামাজিক দূরত্ব বজায় রেখে ৫০টি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণের মাধ্যমে এই কার্যক্রম উদ্বোধন করেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ।
চাঁদপুর অঞ্চলের আঞ্চালিক ব্যবস্থাপক মোঃ শাহাদত হোসেন বলেন, বুরো বাংলাদেশ এনজিও সমগ্র বাংলাদেশে মোট ৫০ হাজার পরিবারকে খাদ্য সয়হতা করছে ।
তার ধারাবাহিকতায় কচুয়া উপজেলায় ৪০০টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা কার্যক্রম শুরু করছি, প্রথম ধাপে আজ ৫০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। বিতরণ কৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাউল ১০ কেজি, ডাউল ২ কেজি, ১ লিটার তেল, ৫ কেজি আলু, লবণ ১ কেজি, সাবান ৩ টি, ২ টি মাস্ক।
এসময় সামাজিক দুরুত্ব বজায় রেখে উপস্থিতিত ছিলেন, মনিরুল হাসান এলাকা ব্যবস্থাপক কচুয়া , মোঃ শরিফুল ইসলাম শাখা ব্যবস্থাপক কচুয়া , মোঃ সায়েব খান ব্যবস্থাপক কড়ইয়া শাখা, মোঃ মাইদুল ইসলাম,উর্ধর্বতন কর্মসূচি সংগঠক কড়ইয়া শাখা, মোঃ খোরশেদ আলমসহ উর্ধর্বতন স্থানীয় ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।