মোঃ রাছেল:
‘রক্তের মাধ্যমে অর্জিত স্বাধীনতা, সচেতনতা হলে আসবে উন্নয়নের ধারা’ এই স্লোগানে রক্তদানে সচেতনতার বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুরের কচুয়ায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে পালাখাল মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমাম হোসেন সোহাগ পালাখাল বাজারে এ কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধক ইমাম হোসেন এ কর্মসূচির বাস্তবায়নে সার্বিক সহযোগীতা প্রদান করেন। কর্মসূচির আয়োজন করে ‘লাল সম্পর্ক রক্তদান’ সংগঠন।
কর্মসূচির উদ্বোধনের পর বিনামূল্যে প্রায় ৩শ জনের রক্তের গ্রুপ নিণয় করেন কচুয়া ট্রমা এন্ড জেনারেল হসপিটালের টেকনোলোজিষ্ট সারোয়ার হোসেন।
এসময় সংগঠনের সদস্য রিজন পাটওয়ারী, রাজীব চৌধুরী, অজিত সাহা, মালেক খান, প্রণয় সাহা, সবুজ পাটওয়ারী ও সুমাইয়া আক্তারসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।