মোঃ রাছেল:
কচুয়ায় ব্যবসায়ী আবুল বাশারকে নৃশংসভাবে গলাকেটে হত্যা মামলায় আসামি আব্দুল কাদের (২২) নামে আরো এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে কচুয়া পৌরসভার কড়ইয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক কাদের পৌর এলাকার কড়ইয়া গ্রামের বকতিয়ার বাড়ির বাবুল মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিউদ্দিন বলেন, প্রধান আসামি মুসার দেওয়া স্বীকাররোক্তির ভিত্তিতে আবুল বাশার হত্যাকান্ডের আরো এক আসামিকে গ্রেফতার করা হয়। তিনি বলেন, গ্রেফতারকৃত আসামি প্রাথমিক জিজ্ঞসাবাদে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এ হত্যাকান্ডের সাথে জড়িত বাকী দুজন আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রসাশন ও অপরাধ) সুদীপ্ত রায় বলেন, টাকা পয়সার লেনদেন নিয়ে তাদের মধ্যে ঝামেলা ছিলো। দুপুরের দিকে তাকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে গলাকেটে হত্যা করে কুমিল্লার দাউদকান্দিতে লাশ ফেলে রাখে বলে প্রাথমিক জিঞ্জাসাবাদে জানা গেছে। এটি একটি নৃশংস ঘটনা।
উল্লেখ্য, গত শনিবার বিকেলে আবুল বাশার দোকানে আসার জন্য নিজ বাড়ি কচুয়া পৌরসভাধীন কোয়া চাঁদপুর হাজী বাড়ি থেকে বের হয়। কিন্তু সন্ধ্যা পর্যন্ত সে দোকানে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি শুরু করে। ওইদিন রাত ১০টার দিকে তার নিখোঁজের বিষয়ে কচুয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে কচুয়া থানা পুলিশ রবিবার বিকেল ৩টার দিকে তথ্য প্রযুক্তি ব্যবহার করে দাউদকান্দি উপজেলার রায়পুর গ্রামে একটি বস্তাবন্দী গলাকাটা লাশের সন্ধান পায়। ওই ঘটনায় আবুল বাশারের স্ত্রী বাদী হয়ে প্রধান আসামি ছালেহ মুসাসহ ৬জনকে অজ্ঞাত আসামি করে কচুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।