মোঃ রাছেল, কচুয়া প্রতিনিধি:

চাঁদপুরের কচুয়া উপজেলার তালতলী গ্রামের সামাজিক সংগঠন বহ্নিশিখার “সবুজ তালতলী” নামে বৃক্ষ রোপন শুরু করেছে।
সংগঠনের সাধারন সম্পাদক প্রকৌশল ফয়সাল প্রধান তার বক্তব্যে বলেন গ্রামের প্রতিটি পরিবারে একটি করে ফলের চারা বিতরণ করছি আমরা।
সাম্প্রতিক করোনা কালে সমাজের মধ্যবিত ও দৈনিক দিন মজুর দারিদ্র্য পরিবারে নগদ অর্থ সহ এান সামগ্রী বিতরণ করে আসছে। আমাদের এলাকায় কোন পরিবারে সন্তানের আগমন হলে বহ্নিশিখার তরপ থেকে কন্যা সন্তানের জন্য ৪ গাছ, ছেলে সন্তানের জন্য ২ গাছ প্রদান করবো এবং সামনে আমরা এই গ্রামের সৌন্দর্য বৃদ্ধির জন্য ২ হাজার তাল গাছ রোপন করবো।
অনুষ্ঠানের শুরুতে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রধান রাসেল কোরআন তেলোয়াতে বহ্নিশিখার সভাপতি নাদের শাহ’র সভাপতিত্বে সাধারন সম্পাদক প্রকৌশলী ফয়সাল প্রধানের পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আবুল বাসার চৌধুরী, মাষ্টার আব্দুল হক মিয়া, তাজুল ইসলাম চৌধুরী, পিলগিরী খারুল হাজী আব্বা আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল হোসেন ভূইয়া,মাওলানা আব্দুল মান্নান।