মোঃ রাছেল:
কচুয়ায় পুলিশ ও র্যাবের পৃথক অভিযানে ৩শ ৯৮ বোতল ফেনসিডিল ও ১৮ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার গ্রেফতারকৃত ৪ মাদক ব্যবসায়ীকে চাঁদপুরের আদালতে প্রেরণ করেছে কচুয়া থানা পুলিশ।
জানা যায়, রোববার গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা-চাঁদপুর সড়কের কচুয়া উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের জগতপুর বাজার যমুনা ব্যাংক সংলগ্ন এলাকায় র্যাব-৭ ফেনী ক্যাম্প-এর পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মোঃ রায়হানুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এসময় চাঁদপুরগামী একটি সাদা লাইটেস গাড়িতে তল্লাসি চালিয়ে সিটের নিচ থেকে ৩শ ৯৮ বোতল ফেনসিডিল, ১০ কেজি গাঁজা উদ্ধার করে অভিযানকারী দল। আটককৃতরা হলেন, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বাটপাড়া ধনপুর গ্রামের আবুল কালামের ছেলে মোঃ বিল্লাল (২০) ও একই উপজেলার ভাগালপুর গ্রামের ফরিদ মিয়ার ছেলে মোঃ ফাহাদ (১৯)।
র্যাব-৭ ফেনী ক্যাম্প এর পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মোঃ রায়হানুল ইসলাম মামলার এজাহারে উল্লেখ করেন, কচুয়া উপজেলার হোসেনপুর বাজারে অপারেশন ডিউটিকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মাদক ব্যবসায়ীরা একটি লাইটেস গাড়ি যোগে মাদকদ্রব্য বহন করে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার বাটপাড়া এলাকা থেকে বিশ^রোড হয়ে চাঁদপুরের উদ্দেশ্যে আসছে। সংবাদ পেয়ে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাইয়ের নিমিত্তে আমি ও আমার সঙ্গীয় ফোর্সসহ রোববার সকাল ৭টার সময় কচুয়া থানার কুমিল্লা-চাঁদপুর সড়কের কচুয়া উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের জগতপুর বাজার যমুনা ব্যাংক সংলগ্ন এলাকায় একটি চেকপোষ্ট পরিচালনা করি। এসময় একটি সন্দেহভাজন লাইটেসকে থামানোর সংকেত দিলে চালক গাড়িটি না থামিয়ে দ্রæত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গতিরোধ করে আমরা লাইটেসটিকে থামিয়ে যাত্রী ও চালককে জিজ্ঞাসাবাদ করে গাড়িতে তল্লাশি চালিয়ে সিটের নিচ থেকে ৩শ ৯৮ বোতল ফেনসিডিল, ১০ কেজি গাঁজা উদ্ধারসহ নগদ ২৩ হাজার ৭শ ৬০টাকা ও সাদা লাইটেসটিকে জব্দ করি।
তাছাড়া একইদিন পৃথক অভিযানে সন্ধ্যায় কচুয়া থানার সাব ইন্সপেক্টর (এসআই) মামুনুর রশিদ উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের জগতপুর এলাকায় কুমিল্লা-চাঁদপুর সড়কে অভিযান পরিচালনা করে নোয়াখালী সদর উপজেলার ফজলুর রহমানের ছেলে মোঃ সাজ্জাদুল রহমানের কাছ থেকে ৪ কেজি এবং পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার আল-আমিনের ছেলে নাছির উদ্দীনের কাছ থেকে ৪ কেজি মোট ৮ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করে। এ বিষয়ে কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিউদ্দিন জানান, মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে র্যাব ও কচুয়া থানা পুলিশ পৃথক ৩টি অভিযানে মোট ৩শ ৯৮ বোতল ফেনসিডিল ও ১৮ কেজি গাঁজাসহ ৪জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। সোমবার পুলিশি পাহারায় গ্রেফতারকৃতদের চাঁদপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।