এস.এম শরীফুল ইসলাম, কচুয়া:

কচুয়ায় পূর্ব শত্রুতার জের ধরে এক যুবক হাফেজ এনামুল শিকারি (১৯)কে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে বাইছারা গ্রামের শিকারি বাড়ির ব্রিজের মাথায় এ ঘটনা ঘটে।
এনামুল বাইছারা গ্রামের (লইয়ামেহের পাঁচধারা) শিকারি বাড়ির হাজী মজিবুর রহমান এর মেজো ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে বাইছারা বাজার থেকে আসার পথে শিকারি বাড়ির ব্রিজের মাথায় প্রতিপক্ষের লোকজন ওত পেতে থাকে। এসময় লাঠিছোটা দিয়ে পেটায় ১০/১৫ জন। এসময় মার খেয়ে এনামুল প্রাণে বাঁচতে রাস্তার পাশে খালে ঝাপ দেয়। খাল পার হয়ে বিপোরীত পাশে গেলে সেখানেও পিটিয়ে গুরুতর আহত করে ফেলে রাখে।
ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাকে উদ্বার করে পল্লী চিকিৎসক মতিন ডাঃ বাড়ি নিয়ে যায়।
সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত কচুয়া উপজেলা স্বাস্থ কমপ্লেক্স নিয়ে এলে কর্তবরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উল্লাহ অলি ঘটনার কথা স্বীকার করে বলেন, এঘটনায় মামলার প্রস্তুতি চলছে। দ্রুত সম্পৃক্তদের আটক করা হবে।