মাঈন উদ্দিন আহমেদ :
নিখোঁজের ৮দিনেও খোঁজ মিলছে না কচুয়ার দুই স্কুল ছাত্রীর। নিখোঁজ দুই বোন কচুয়ায় উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের রাজাপুর গ্রামের মকবুল হোসেন সুমনের মেয়ে। যদিও ছয়দিন পর ১৩ডিসেম্বর কচুয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেছে দুই স্কুল ছাত্রীর বাবা। নিখোঁজ শিক্ষার্থীরা হলো, মাকসুদা আক্তার (১৫) ও মাহফুজা আক্তার (১০)। মাকসুদা আক্তার স্থানীয় হোসেনপুর গাউছিয়া হাসিমিয়া সেকান্দর আলী সুন্নিয়া ফাজিল মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্রী ও তার ছোট বোন একই মাদ্রাসার ৫ম শ্রেণির ছাত্রী।
জানা যায়, গত ৮ ডিসেম্বর সকাল ১০টায় বাড়ি হতে মাদ্রাসার উদ্দেশ্যে বের। দুই বোন সারাদিনেও বাড়ি ফিরেনি। এরপর আত্মীয় স্বজনদের বাড়িসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখোঁজি করেও কোথাও পাওয়া যায়নি।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দীন জানান, মেয়েদের বাবা মকবুল হোসেন রোববার এসে থানায় জিডি করেছে। প্রথমিকভাবে জানা গেছে বড় মেয়ে মাকসুদা একটি অপরিচিত ছেলে সাথে প্রেম করতো। এনিয়ে সৎ মা বিভিন্ন ভাবে শাসন করতো। একারণ ছোট বোনকে সাথে করে উধাও হয়ে গেছে। তবে আমরা দুই মেয়েকে উদ্ধার করতে তৎপরতা চালাচ্ছি।