আতাউল করিম:
কচুয়ায় নিখোঁজের ৫দিন পর আব্দুল জব্বার নামের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার উপজেলার জয়নগর গ্রামের দক্ষিণ বিল থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। সে একই গ্রামের মৃত জোহর আলীর ছেলে।
নিহতের স্বজন ও এলাকাবাসী জানান, গত বুধবার সাচার একটি মাহফিলে যোগদান করেন আব্দুল জব্বার। কিন্তু সেখান থেকে বাড়ি না ফেরায় তার আত্মীয় স্বজনরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নিখোঁজের পোস্ট করা হয়। রোববার সকালে বিলে স্থানীয় আবুল হাসেম নামের এক ব্যক্তি জমিতে ঘাস কাটতে গেলে তার মরদহে দেখতে পায়। পরে তিনি স্থানীয় এলাকাবাসী ও কচুয়া থানা পুলিশকে সংবাদ দেন।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরী, ওসি তদন্ত ছানোয়ার হোসেন, এসআই আনোয়ার হোসেনসহ অন্যান্যরা।
স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন জানান, নিহত আব্দুল জব্বার ৪ ভাই। তিনি দুই বিয়ে করেন। বিভিন্ন কারণে তার স্ত্রীরা চলে যাওয়ার পর তিনি অনেকটা ভারসাম্যহীন হয়ে পড়ে। তবে কী কারণে তিনি মারা গেছেন তা কেউ জানাতে পারেনি।
কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন বলেন, সংবাদ পেয়ে কচুয়া থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে। পরে চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্তপূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।