মোঃ রাছেল :
চাঁদপুরের কচুয়ায় উপজেলা মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়েছে ৯নং কড়ইয়া ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের রফিকুল ইসলামের বড় ছেলে মোঃ হাবিব(২৮)। বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সালাহ্ উদ্দিন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সালাহ্ উদ্দিন মাহমুদ জানান, হাবিবের নমুনা সংগ্রহ করে পাঠানোর পর আজ বৃহস্পতিবার (২৫জুন) তার নমুনা পরীক্ষার রির্পোট পজিটিভ এসেছে। বর্তমানে সে তার নিজ বাড়িতে হোম কোয়ান্টাইনে আছে।
খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন কড়ইয়া ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের হাবিবের বাড়ি লগডাউন করেন।