কচুয়া প্রতিনিধি:
কচুয়ায় গেল সপ্তাহে দুইজন মুক্তিযোদ্ধা মারা গেছেন। মৃত মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। এঁরা হলেন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি মুক্তিযোদ্ধা নুরুজ্জামান(৬৮) এবং মুক্তিযোদ্ধা বদিউল আলম মজুমদার (৬৫)।
জানা যায়, কচুয়া উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের মথুড়াপুর গ্রামের মুক্তিযোদ্ধা নুরুজ্জামান(৬৮) শুক্রবার রাত ৮টায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত রোগে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
শনিবার বাদ জোহর উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের নিজ বাড়ির পাশের মাঠে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করে। এরপর জানাযা শেষে তাঁর নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের জানাযায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন মজুমদার, সহ-সভাপতি ও কচুয়া উপজেলা সভাপতি ডাঃ মোঃ আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক শাহজাহান মোল্লা, সমবায় বিষয়ক সম্পাদক ও কচুয়া উপজেলা সাংগঠনিক সম্পাদক মোঃ মহসিন হোসাইন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার জাবের মিয়া, আনোয়ার হোসেন সিকদারসহ সহ¯্রাধিক মানুষ অংশগ্রহণ করে।
অপরদিকে একই দিন দিবাগত রাত সাড়ে তিনটায় মুক্তিযোদ্ধা বদিউল আলম মজুমদার(৬৫) মারা যান। তিনি হৃদরোগ আক্রান্ত হয়ে চাঁদপুর শহরের বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে আত্মীয়-স্বজন, শুভাকাঙ্খী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তিনি সড়ক ও জনপদ বিভাগ চাঁদপুরের ঠিকাদার ও বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন। শুক্রবার বাদ জুমআ উপজেলার কড়ইয়া ইউনিয়নের দক্ষিণ ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করে। এরপর জানাযা শেষে তাঁর মজুমদার বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তাঁদের উভয়ের মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও রুহের মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, সাবেক এনবিআর চেয়ারম্যান গোলাম হোসেন, জাপান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ জসীম উদ্দিন, উপজেলা পরিষদ (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান সুলতানা খানম, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূঁইয়া ও সাধারণ সম্পাদক ইকবাল আজিজ শাহীন সহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আজ,
বৃহস্পতিবার , ৩০ নভেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ , ১৬ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম:
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।