মো: রাছেল
কচুয়ায় শহীদ উল্লাহ ও আব্দুস সাত্তার নামের দুই কৃষকের একটি বাছুর ও দুইটি গরু চুরি হয়েছে। যার আনুমানিক মূল্য ২লক্ষ ২০ হাজার টাকা। শুক্রবার ভোররাতে উপজেলার কড়ইয়া ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের পাটোয়ারি বাড়ি ও মিয়াজী বাড়িতে চুরির এ ঘটনা ঘটে।
কৃষক শহীদ উল্লাহ ও আব্দুস সাত্তার জানান, বৃহস্পতিবার মধ্যরাতের কোন এক সময় চোর চক্র গোয়াল ঘরে ঢুকে গরু চুরি করে নেয়। এলাকার বিভিন্ন গ্রামের বাড়িতে অনেক খুঁজা –খুঁজি করেও চুরি হওয়া গরু কোন সন্ধান পাইনি। এ ব্যাপারে আমরা কচুয়া থানায় অভিযোগ দায়ের করেছি।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, নোয়াগাঁও গ্রাম থেকে একই রাতে ৩টি গরু চুরির বিষয়ে থানায় অভিযোগ পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। গরু গুলোকে উদ্ধার করতে ও চোরদের গ্রেফতারে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকার পুলিশি টহল বৃদ্ধি করা হয়েছে।