মোঃ রাছেল, কচুয়া(চাঁদপুর)প্রতিনিধিঃ
চাঁদপুরের কচুয়া উপজেলার ৪১নং তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। শনিবার সর্বসম্মতিক্রমে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি নির্বাচনে সভাপতি পদে কোন প্রার্থী না থাকায় কচুয়া প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও ব্যাংক কর্মকর্তা মোঃ সালাউদ্দিন সোহাগকে আগামী তিন বছরের জন্য উক্ত পরিচালনা কমিটির সভাপতি ঘোষনা করা হয়।
আগামী ৩ বছরের জন্য এ নতুন কমিটি গঠন করা হয়েছে। এদিকে নব নির্বাচিত সভাপতিসহ সকল সদস্য ন্যায় ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য অনুরোধ জানিয়ে সকলকে অভিনন্দন জানিয়েছেন এলাকাবাসী। তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য সকলের সহযোগিতা কামনা করছেন।