কচুয়া প্রতিনিধি:
কচুয়া উপজেলার বিভিন্ন স্থানে শীতার্ত অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ও কচুয়ার কৃতি সন্তান ড. সেলিম মাহমুদ। তাঁর ব্যক্তিগত উদ্যোগে শনিবার সকালে খলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, কচুয়া হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়, রহিমানগর উচ্চ বিদ্যালয়, আশ্রাফপুর গনিয়া মাদ্রাসা মাঠে পৃথকভাবে এসব কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, জেলা পরিষদের সদস্য সালাউদ্দিন ভূঁইয়া, পালাখাল মডেল ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান হাবিব মজুমদার জয়, আ.লীগ নেতা কাজী এনামুল হক শামীম, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সালাহউদ্দিন সরকারসহ দলীয় নেতাকর্মীরা।