মোঃ রাছেল, কচুয়া প্রতিনিধিঃ:

চাঁদপুরের কচুয়ায় ডেন্টিস্ট মানিক মজুমদার সোহাগ(৩৬) করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সালাহ উদ্দিন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোহাগ মজুমদার পার্শ্ববর্তী হাজিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার নমুনা সংগ্রহ করে আজ বৃহস্পতিবার তার নমুনা পরীক্ষার রির্পোট পজিটিভ এসেছে। এ তথ্যটি আমাকে নিশ্চিত করেছেন হাজিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এইচ এম সোয়েব আহমেদ চিশতী। করোনায় আক্রান্ত সোহাগ মজুমদার নিজ বাড়িতে হোম কোয়ান্টাইনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সোহাগ মজুমদারের কর্মস্থল ল্যাব এইড ক্লিনিক ও তার কড়ইয়া মজুমদার বাড়ি লকডাউন করে দেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সুত্র মতে, এ পর্যন্ত করোনা সন্দেহে ১১৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে ৮৭ জনের রিপোর্ট এসেছে। এর মধ্যে মৃত্যু সহ ৮ জন পজিটিভ, ৭৯ জন নেগেটিভ। বাকি ৩২ জনের রিপোর্ট আসার অপেক্ষায়।