মোঃ রাছেল কচুয়া:
চাঁদপুরের কচুয়া করোনা পরিস্থিতি মোকাবেলায় গরীব দুঃখী মানুষের জন্য পবিত্র মাহে রমজান উপলক্ষে নিজস্ব অর্থ্যায়নে ইঞ্জিঃ জসীম উদ্দিন এর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করেন।
কচুয়া উপজেলার পাথৈর ইউনিয়নের মধুপুর গ্রামের কৃতি সন্তান মানবতার কল্যাণমুখী নেতা জাপান আওয়ামীলীগের শাখার সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ জসীম উদ্দিন প্রধান।
তিনি এক বার্তায় জানান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে এবং কচুয়ার উন্নয়নের রূপকার জননেতা সাবেক সফল স্বরাষ্টমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি’র নির্দেশনায় কচুয়া উপজেলার ১টি পৌরসভাসহ ১২টি ইউনিয়ন ১১৭টি ওয়ার্ডে গরীব দুঃখী মানুষের মধ্যে ৮শত পরিবারের মাঝে ডাল, মুড়ি, ছোলা, গেজুর, আলু, সামগ্রী বিতরণ করেন।
শনিবার (২মে) সকাল সাড়ে ১০টায় পাথৈর ইউনিয়নের মধুপুর বাজার গ্রামে এলাকার সামাজিক দুরত্ব বজায় রেখে, দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ শেষে দিনব্যাপী একটি পিকআপ গাড়ী যোগে পৌরসভাসহ প্রতিটি ইউনিয়নে গরীব দুঃখী মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে তার নিয়োজিত কচুয়া উপজেলা ছাত্রলীগ নেতা ইঞ্জিঃ ইব্রাহীম খলিল বাদলের নেতৃত্বে ইউনিয়ন পর্যায়ের ছাত্রলীগ নেতৃবৃন্দের মাধ্যমে এ উপহার সামগ্রী পৌঁছে দেন।
তিনি আরো জানান, করোনা প্রাদুর্ভাব শেষ হওয়া পর্যন্ত আমার এই উপহার সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে। বর্তমানে করোনার পরিস্থিতিতে গরীব দুঃখী পরিবারসহ অনেকে খাদ্য সংকটে আছেন আমার নিজ উদ্যোগে আমরা সামান্য কিছু উপহার নিয়ে মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করেছি,,ভবিষ্যৎ এই রকম কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য সকলের সহযোগিতা অবশ্যই আমাদের প্রয়োজন। তাই সবাইকে নিরাপদে থেকে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন।
প্রসঙ্গগত, ইঞ্জিনিয়ার মোঃ জসিম উদ্দিন প্রধান বিগত ৫/৬ মাস পূর্বে দেশে এসে নিজ মাতৃভূমি কচুয়া উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠনে, কাঁচা সড়ক মেরামত হত-দরিদ্রদের এবং বিভিন্ন ধর্মিয় প্রতিষ্ঠানে তার ব্যক্তিগত উল্লেখ জনক অর্থের অনুদান দিয়েছেন। বর্তমান করোনা সংক্রমন প্রতিরোধে সরকারের পাশাপাশি ইঞ্জিনিয়ার মোঃ জসীম উদ্দীন প্রধান ব্যক্তিগত ভাবে অসহায় মানুষের দুঃখ কষ্ট হৃদয়ে নিয়ে সহযোগীতা অব্যাহত রাখার জন্য কচুয়াবাসী প্রত্যাশা করছে।