মোঃ রাছেল:
কচুয়ায় গলায় ফাঁস দিয়ে শারমিন আক্তার (২৬) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতের কোন একসময়ে উপজেলার গুলবাহার গ্রামের সর্দার বাড়িতে এ আত্মহত্যার ঘটনা ঘটে। শারমিন আক্তার ওই বাড়ির ওমান প্রবাসী আবদুস সামাদের স্ত্রী। সে দুই সন্তানের জননী।
শারমিনের শ^শুর বাড়ির লোকজনরা জানান, শারমিন বৃহস্পতিবার দিবাগত রাতে কোন এক সময় ঘর থেকে বের হয়ে যায়। রাত ৩টার দিকে পরিবারের লোকজন জাগ্রত হয়ে শারমিনকে ঘরে দেখতে না পেয়ে, এদিক-ওদিক তাকিয়ে দেখেন ঘরের দরজা খোলা। এরপর বাড়ির লোকজনরা শারমিনকে খুঁজতে থাকে।
এমনি অবস্থায় শুক্রবার সকালে স্থানীয় লোকজনরা সর্দার বাড়ি থেকে প্রায় ২শ মিটার দূরে ইউনুছ মিয়ার পুুকুরের উত্তর পাশের নির্জন বাগানে রেইন্ট্রি গাছের ঢালে ওড়না পেছানো ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শারমিনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করে গতকাল শুক্রবার মরদেহ ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পাওয়া সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বিঃ দ্রঃ তবে শারমিনের আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি। তবে শারমিন আত্মহত্যা করেছে না তাকে হত্যা করে ঝুঁলিয়ে রাখা হয়েছে এনিয়ে ব্যাপক গুণজন চলছে এলাকাবাসীর মধ্যে।