মোঃ রাছেল:
কচুয়ায় পৃথক পৃথক অভিযানে ৫ কেজি গাঁজা ও ৭৩ বোতল ফেনসিডিলসহ ২জনকে গ্রেফতার করছে থানা পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে তাদেরকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের খাজুরিয়া ল²ীপুর পেট্রোল পাম্পের সামনে থেকে কচুয়া থানার উপ-পরিদর্শক আবু ফয়সাল সঙ্গীয় র্ফোস নিয়ে বোগদাদ বাসে তল্লাসি চালিয়ে ৫ কেজি গাঁজাসহ পটুয়াখালী সদর থানার হরতকি বাড়িয়া গ্রামের শাহজানের ছেলে রিয়াজ গাজী (২৫) কে গ্রেফতার করে।
একই দিন কচুয়া থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেনের নেতৃত্বে বারৈয়ারা বাজার সংলগ্ন সাচার-গৌরপুর সড়কের উপর চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেল তল্লাসি চালিয়ে কুমিল্লা জেলার বরুড়া উপজেলার রাজাপুর গ্রামের মাস্টার বাড়ির মোঃ তাজুল ইসলামের ছেলে মোঃ সজিব হাসান (২৫) কে ৭৩ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, গাঁজা ও ফেনসিডিলসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে থানায় পৃথক পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদেরকে কোর্টে সোপর্দ করার মধ্য দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।