আতাউল করিম:
কচুয়া উপজেলার ৮নং কাদলা ইউনিয়নের কাদলা গ্রামে পূর্ব শত্রুতার জেরে গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার বিবরণে জানা যায়, কাদলা গ্রামের বাসিন্দা মৃত আরব আলী প্রধানের ছেলে প্রবাসী অলি উল্লাহ প্রধানের কাদলা বাজারের পশ্চিম পাশের নতুন ভরাটকৃত বাড়িতে রোপনকৃত মুল্যবান গাছ ৩০ এপ্রিল গভীর রাতে কে বা কারা কেটে ফেলে যায়। এ নিয়ে তিন দফা এ ঘটনা ঘটেছে বলে বাড়ির তত্ত্বাবধানে থাকা আবু তাহের জানান।
দুর্বত্তরা বিভিন্ন জাতের গাছ কাটা ছাড়াও চারপাশের জাল দ্বারা বেষ্টনি দেয়া জালটিও পুড়ে ছাই করে দেয়। পুর্ব শত্রুতার জেরে এসব ঘটনা গুলো হচ্ছে বলে এলাকাবাসি জানিয়েছেন। নতুন বাড়ির তত্বাবধানে থাকা সহায় সম্বলহীন আবু তাহের বিভিন্ন জাতের মুল্যবান গাছের পাশাপাশি ফলফলাদী ও বিভিন্ন জাতের শাক সবজি, তরকারি লাগিয়ে তিনি নিজে ভোগ করেন। এসবের কিছুই নেয় না বাড়ির মালিক অলি উল্লাহ। পরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় ইউপি সদস্য আলা উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।